Thursday, February 14, 2013

শাহবাগ থেকে মহাসমাবেশের ঘোষণা আসতে পারে

একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে আজ বৃহস্পতিবার শাহবাগের প্রজন্ম চত্বর থেকে আবারও মহাসমাবেশের ঘোষণা আসতে পারে।
একই দাবিতে আজ সন্ধ্যা সাতটায় সারা দেশে মোম জ্বালানো হবে। যে যেখানে রয়েছেন, সেখানে থেকে প্রত্যেকে একটি করে মোমবাতি জ্বালাবেন।
মোমবাতি প্রজ্বালন কর্মসূচির পর শাহবাগের প্রজন্ম চত্বর থেকে মহাসমাবেশসহ নতুন কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
পরবর্তী কর্মসূচি নির্ধারণে আজ বিকেলে শাহবাগে বিভিন্ন ছাত্র সংগঠন ও ব্লগারদের একটি বৈঠকে হয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, কাল শুক্রবার বেলা তিনটায় শাহবাগে আবারও একটি মহাসমাবেশের কথা ভাবছেন আন্দোলনকারীরা। শনিবার কালো ব্যাজ ধারণ কর্মসূচি দেওয়া হতে পারে। এ ছাড়া জেলায় জেলায় শাহবাগের মতো গণজাগরণ মঞ্চ গড়ে তোলার চিন্তা করা হচ্ছে।
ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি খান আসাদুজ্জামান প্রথম আলো ডটকমকে জানান, তাঁদের বৈঠক শেষ হয়েছে। সন্ধ্যার মোমবাতি প্রজ্বালনের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

শাহবাগের অগ্নী কন্যা নামে পরিচিত লাকি আক্তার

শাহবাগের অগ্নী কন্যা নামে পরিচিত লাকি আক্তার গত রাত চারটার সময় ধর্ষনের শিকার হন। উলেখ্য লাকি আক্তার সারাদিন তুই রাজাকার, তুই রাজাকার করতে করতে ক্লান্ত শ্রান্ত হয়ে রাত ২টার দিকে তার তিন বান্ধবী কে নিয়ে, অন্যরাতের মত শাহবাগের মোড়ে ঘুমিয়ে পড়ে। রাত চার টার টার সময় প্রকৃতির ড়াকে সাড়া দিয়ে আন্দোলন কারিদের জন্য নির্ধারিত বাথরুমে গেলে যুবলীগ নেতা জামানের নজরে পড়ে।এতে শিকারের সন্ধানে থাকা জামান তার ৬/৭ জন সঙ্গীকে বাথরুমের গেইটে পাহারা দিয়ে আর একজন কে সাথে নিয়ে লাকি আক্তার কে বাথরুমে আটকিয়ে উপর্যপুরি ধর্ষন করে।যুবলীগ নেতা নাম ধারী জামান ওরপে ভড়কা জামানের বিরুদ্ধে পরিবাগে অবস্হিত বিভিন্ন হকারদের কাছথেকে নিয়মিত চাদা আদায়ের অভিযোগ রয়েছে। শাহবাগে অবস্থানরত আমাদের বিশেষ প্রতিনিধি জানায়, জামানের মত আরো ৩/৪ টি গ্রুফ এই ঘৃণ্য অপকর্ম চালিয়ে আসতেছে গত ৭/৮ দিন ধরে। গভীর রাতে বাথরুমে আসা যুবতীদের কেই তারা থার্গেট করে।
এই ঘটনা জানাজানি হলে, শাহবাগে মৃদ উত্তেজনা ছড়িয়ে পড়ে, ছাত্রলীগ নেতারা হস্তক্ষেপ করে মিড়িয়া কর্মীদের থেকে ঘটনা আড়াল করার চেষ্টা করে। সারা বিশ্ব যখন ধর্ষন এর বিরুদ্ধে সোচ্ছার ঠিক তখন এই ঘটনা বাংলাদেশের ভাবমুর্তি ক্ষুন্ন করবে।